রেকর্ড মুল্যে কলকাতায় মুস্তাফিজ

রেকর্ড মুল্যে কলকাতায় মুস্তাফিজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪৮, ১৬ ডিসেম্বর ২০২৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বড় অঙ্কের দলবদলের সাক্ষী হলো বাংলাদেশ। আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

অভিজ্ঞ এই পেসারকে দলে ভেড়াতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চলে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। উত্তেজনাপূর্ণ সেই দরকষাকষির শেষে শেষ হাসি হাসে কলকাতাই।

এই মূল্যই এখন পর্যন্ত আইপিএল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।

এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, যা সে সময় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বড় ঘটনা হিসেবে বিবেচিত হয়েছিল।

মোস্তাফিজুর রহমানের জন্য এটি আইপিএলের ষষ্ঠ দল। এবারই প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে তাকে। এর আগে তিনি আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত আটটি মৌসুমে অংশ নিয়ে ৬০ ম্যাচে ৬৫টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। কাটার ও বৈচিত্র্যময় বোলিংয়ের জন্য পরিচিত এই বাঁহাতি পেসারের অভিজ্ঞতা কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement