আপতত সিঙ্গাপুরেই হাদির চিকিৎসা চলবে: ডা. আহাদ

আপতত সিঙ্গাপুরেই হাদির চিকিৎসা চলবে: ডা. আহাদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৪১, ১৭ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসা আপাতত সিঙ্গাপুরেই চলবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় গণমাধ্যমকে তিনি জানান, হাদির বর্তমান শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্যাটিক’। অর্থাৎ তার অবস্থার কোনো অবনতি হয়নি, আবার উল্লেখযোগ্য উন্নতিও দেখা যাচ্ছে না। তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন—হৃদযন্ত্র সাপোর্টের মাধ্যমে সচল রয়েছে, ফুসফুস ভেন্টিলেশন সাপোর্টে কাজ করছে এবং কিডনির ইউরিন আউটপুট চিকিৎসা সহায়তায় বজায় রাখা হচ্ছে।

ডা. আহাদ বলেন, হাদিকে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়ে বিভিন্ন আলোচনা শোনা গেলেও সিঙ্গাপুরের চিকিৎসকদের মূল্যায়নে বিষয়টি এই মুহূর্তে বাস্তবসম্মত নয়। দীর্ঘ ভ্রমণের ধকল সহ্য করার মতো শারীরিক সক্ষমতা তার আছে কি না, সেটিও বড় একটি প্রশ্ন। পাশাপাশি রোগীর পরিবারের মতামত ও সম্মতিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি আরও জানান, চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত শরিফ ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই চলবে এবং তা থাকবে কনজারভেটিভ ম্যানেজমেন্টের আওতায়। নিয়মিত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ঘনিষ্ঠ পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে তাকে। তবে প্রতিদিন নতুন করে জানানোর মতো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি এখনো নেই।

হাদির মাথার ভেতরে থেকে যাওয়া গুলির অংশ অপসারণে নতুন করে অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না—এ প্রসঙ্গে ডা. আহাদ জানান, গুলির অংশটি মস্তিষ্কের একটি গভীর ও সংবেদনশীল স্থানে অবস্থান করছে। বর্তমান অবস্থায় সেটি অপসারণ করলেও মস্তিষ্কের কার্যকারিতায় দৃশ্যমান উন্নতি হবে—এর কোনো নিশ্চয়তা নেই। বরং অস্ত্রোপচার কিংবা দীর্ঘ ভ্রমণের ঝুঁকি তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলতে পারে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির অবস্থার উন্নতি নিয়ে যেসব দাবি ছড়ানো হচ্ছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। তার শারীরিক অবস্থা আগের মতোই সংকটজনক ও স্থির রয়েছে। চিকিৎসকদের পক্ষ থেকে সবাইকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার এবং তার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

ডা. আব্দুল আহাদ আরও জানান, বাংলাদেশে যে চিকিৎসা প্রোটোকল অনুসরণ করা হয়েছিল, তার ধারাবাহিকতায় সিঙ্গাপুরেও সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেটিই অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement