যুক্তরাজ্যের সঙ্গে ‘ল্যান্ডমার্ক’ চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের সঙ্গে ‘ল্যান্ডমার্ক’ চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৫১, ১৭ ডিসেম্বর ২০২৫

বাণিজ্য শুল্ক ছাড় নিয়ে মতানৈক্যের জেরে যুক্তরাজ্যের সঙ্গে স্বাক্ষরিত প্রায় ৪ হাজার ১৬০ কোটি ডলারের বহুল আলোচিত ‘ল্যান্ডমার্ক’ বাণিজ্য চুক্তি আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চুক্তির আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র আরও বিস্তৃত শুল্ক ছাড় প্রত্যাশা করছিল। বিশেষ করে ওয়াশিংটন চাইছিল, এসব খাতে মার্কিন পণ্য ও প্রযুক্তির জন্য বাড়তি সুবিধা দেওয়া হোক। তবে এ প্রস্তাব লন্ডনের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় দুই দেশের মধ্যে মতবিরোধ তৈরি হয়।

গত সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত এই চুক্তিকে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছিল। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা, পরমাণু শক্তি, কোয়ান্টাম প্রযুক্তিসহ বিভিন্ন কৌশলগত ও ভবিষ্যৎমুখী খাতে পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ ছিল।

চুক্তি কার্যকরে একাধিক দফা বৈঠক ও আলোচনার আয়োজন করা হলেও শেষ পর্যন্ত শুল্কছাড় ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এর পরিপ্রেক্ষিতেই মার্কিন কর্তৃপক্ষ চুক্তিটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান জটিলতা সত্ত্বেও তারা বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ভবিষ্যতে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের সুযোগ এখনও খোলা আছে বলেও ইঙ্গিত দিয়েছে লন্ডন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement