মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মীর স্বীকারোক্তি

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মীর স্বীকারোক্তি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৫১, ১৭ ডিসেম্বর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ছয় দিনের রিমান্ড শেষে বুধবার (১৭ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুমের আবেদনের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আয়েশার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এই মামলায় আয়েশার স্বামী রাব্বি শিকদারও গত ১৫ ডিসেম্বর আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর আজিজুল ইসলামের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন আয়েশা। ৮ ডিসেম্বর সকালে আজিজুল কর্মস্থলে থাকার সময় তার স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তিনি বাসায় ফিরে স্ত্রীকে গলাকাটা অবস্থায় মৃত এবং মেয়েকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও মেয়েটিও মারা যায়।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে ৮ ডিসেম্বর সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা ওই বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে বের হয়ে যান। এই সময়ের মধ্যেই মা ও মেয়েকে হত্যা এবং বাসায় লুটপাটের ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ ১০ ডিসেম্বর ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে আয়েশা ও তার স্বামীকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement