মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া গ্রেপ্তার
Published : ১৮:৪৬, ১৭ ডিসেম্বর ২০২৫
গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার দেখানোর পর কাঠগড়ায় সুমাইয়া জাফরিন কান্নায় ভেঙে পড়েন এবং এই সময় কোনো বক্তব্য দেননি।
জানা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় দায়ের করা মামলায় সুমাইয়া জাফরিনকে ৬ আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল। ৭ আগস্ট তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
রিমান্ড শেষে ১২ আগস্ট আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হয়।
বিডি/এএন































