জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা সংসদে পৌঁছালে দেশের স্বার্থে দিল্লির মসনদের বিরুদ্ধে দৃঢ় এবং জোরালো অবস্থান নেব।
কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় আমাদেরকে বাধাগ্রস্ত করার একটি ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, আধিপত্যবাদীরা শরীফ ওসমান হাদীকে গুলি করে আমাদের ভোটের অধিকার ও জনগণের সামনে যাওয়ার পথে ভীতি সৃষ্টি করতে চেয়েছে। তবে, তাকে ভয় দেখানো যায়নি, কারণ তিনি এবং তার মতো নেতারা দেশের প্রত্যেক গ্রামে-গঞ্জে জনগণের মধ্যে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামে একটি উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ভারতের পাশাপাশি দেশের সন্ত্রাসীরা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। ভারত থেকে আসা এই সন্ত্রাসীরা শরীফ ওসমান হাদীসহ বিভিন্ন নেতাকে হত্যার চেষ্টা করছে। ভারতের আশ্রয়ে থাকা এই সন্ত্রাসীরা দেশের মানুষকে হত্যা ও ভয় দেখানোর কার্যক্রম চালাচ্ছে।
হাসনাত জোর দিয়ে বলেন, আওয়ামী লীগের সকল সন্ত্রাসী ভারতে আশ্রয় নিয়েছে, যা আমাদের জন্য উদ্বেগজনক। তাই এদেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে হবে।
তিনি ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ভারতের আগ্রাসন ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে ভোট দিতে হবে। এছাড়া, জনগণ যেন ভোটের মাধ্যমে তাদের দমন ও চাঁদাবাজিকে শাস্তি দিতে পারে।
উঠান বৈঠক ও গণসংযোগে এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসনাত আব্দুল্লাহ সর্বশেষ এনসিপির প্রতীক শাপলা কলিতে ভোট দেওয়ার আহ্বান জানান, যা দেশ ও জনসেবার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন।






























