ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
Published : ১৯:৫৬, ১৭ ডিসেম্বর ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, চলমান নির্বাচনের বিষয়ে প্রতিবেশী দেশের নির্দেশ বা নসিহত বাংলাদেশ গ্রহণ করবে না।
তিনি জানিয়েছেন, ভারতের কিছু পরামর্শ এসেছে, কিন্তু তা বাংলাদেশে প্রযোজ্য নয়। দেশের নির্বাচন কিভাবে হবে তা আমাদের নিজেদের সিদ্ধান্তের বিষয় এবং আমরা যথাযথভাবে একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, ভারতের দেওয়া নসিহত সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি উল্লেখ করেন, এই সরকার প্রথম দিন থেকেই নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ, সুষ্ঠু এবং জনগণমুখী করার জন্য ব্যবস্থা গ্রহণ করছে। গত ১৫ বছর নির্বাচনের পরিবেশ এমন ছিল না, এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষণীয় পর্যবেক্ষণ রেখে উন্নত মানের ভোটের পরিবেশ তৈরি করা হবে।
তৌহিদ হোসেন বলেন, ভারত বর্তমানে এই বিষয়ে উপদেশ দিচ্ছে, কিন্তু বাংলাদেশে নসিহত গ্রহণের কোনো প্রয়োজন নেই। আমরা জানি কীভাবে নির্বাচন পরিচালনা করতে হবে, যাতে জনগণ তাদের মত প্রকাশ করতে পারে এবং নির্বাচিত ব্যক্তি জনগণের ভোট অনুযায়ী নির্বাচিত হয়।
গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ভারতের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রতি তারা সমর্থন প্রকাশ করেছে। ভারত আশা করছে, বাংলাদেশ সরকার ভোটের পরিবেশ নিশ্চিত করবে এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখবে।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে নয়াদিল্লিতে তলব করেছে। তৌহিদ হোসেন বলেন, এটি স্বাভাবিক প্রক্রিয়া এবং ঢাকা-দিল্লির সম্পর্কের মধ্যে কোনো নতুন মাত্রা যোগ হয়েছে কিনা তা নির্ধারণ করা কঠিন। তিনি আরও জানান, ভারতীয় মিশন বর্তমানে ছোট করার পরিকল্পনা নেই, তবে প্রয়োজনে ভবিষ্যতে তা বিবেচনা করা হতে পারে।
বিডি/এএন































