গুম প্রতিরোধে দেশজুড়ে ৮ বিভাগে ট্রাইব্যুনাল গঠন

গুম প্রতিরোধে দেশজুড়ে ৮ বিভাগে ট্রাইব্যুনাল গঠন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২২, ২১ ডিসেম্বর ২০২৫

দেশের আটটি বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদার করতে সরকার আটটি পৃথক ট্রাইব্যুনাল গঠন করেছে। এ লক্ষ্যে আইন ও বিচার বিভাগ থেকে গত ১৫ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা পরে ১৭ ডিসেম্বর গেজেট আকারে প্রকাশিত হয়।

সিনিয়র সহকারী সচিব আশেকুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’-এর ধারা ১৩–এ প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ—এই আটটি বিভাগে পৃথক গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত ট্রাইব্যুনালগুলো ও তাদের অধিক্ষেত্র হলো—

১) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, ঢাকা—মেট্রোপলিটন এলাকাসহ পুরো ঢাকা বিভাগ।
২) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, চট্টগ্রাম—মেট্রোপলিটন এলাকাসহ চট্টগ্রাম বিভাগ।
৩) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, সিলেট—মেট্রোপলিটন এলাকাসহ সিলেট বিভাগ।
৪) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, ময়মনসিংহ—ময়মনসিংহ বিভাগ।
৫) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, রাজশাহী—মেট্রোপলিটন এলাকাসহ রাজশাহী বিভাগ।
৬) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, রংপুর—মেট্রোপলিটন এলাকাসহ রংপুর বিভাগ।
৭) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, খুলনা—মেট্রোপলিটন এলাকাসহ খুলনা বিভাগ।
৮) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, বরিশাল—মেট্রোপলিটন এলাকাসহ বরিশাল বিভাগ।

এই ট্রাইব্যুনালগুলোর মাধ্যমে গুম সংক্রান্ত অভিযোগের বিচার ও প্রতিকার কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement