বিশ্বকাপ দলে ফেরার লক্ষ্য নিয়ে বিপিএলে নামছেন সাইফউদ্দিন
Published : ০৩:৪৪, ২২ ডিসেম্বর ২০২৫
বিপিএলকে সামনে রেখে আজ রোববার থেকেই আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। এবারের আসরে দলটির জার্সিতে খেলতে যাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
তার সঙ্গে দলে রয়েছেন সাইফ হাসান, তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারির মতো একাধিক পরিচিত ও তারকা ক্রিকেটার।
দলে একাধিক অভিজ্ঞ ও আলোচিত ক্রিকেটার থাকায় একাদশে জায়গা করে নেওয়ার লড়াই সহজ হবে না সাইফউদ্দিনের জন্য। তবে এই অলরাউন্ডারের বিশ্বাস, জাতীয় দলে ফেরার সবচেয়ে বড় ও কার্যকর মঞ্চ হলো বিপিএল।
আসন্ন আসরে ভালো পারফরম্যান্স করে আবারও নিয়মিতভাবে জাতীয় দলে জায়গা করে নিতে চান তিনি। আপাতত তার মূল লক্ষ্য আসন্ন বিশ্বকাপের দলে নিজের নাম নিশ্চিত করা।
আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাইফউদ্দিন বলেন, প্রতিটি টুর্নামেন্ট শুরুর আগে তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামেন। কোনো টুর্নামেন্টে কীভাবে দলে নেওয়া হলো, সেটা বড় বিষয় নয়—মূল কথা হলো পারফরম্যান্স। তার মতে, বিপিএল বাংলাদেশের অন্যতম সেরা ও সবচেয়ে নজরকাড়া টুর্নামেন্ট। এখানে ভালো খেললে দ্রুত জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হয়, কারণ সবার দৃষ্টি থাকে এই আসরের দিকে।
বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য বিপিএলকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেই দেখছেন সাইফউদ্দিন। তিনি বলেন, বিশ্বকাপের আগে জাতীয় দলের কোনো হোম বা অ্যাওয়ে সিরিজ নেই। সে কারণে বিপিএলই খেলোয়াড়দের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সবচেয়ে বড় সুযোগ। এই আসরে ভালো খেলে নিজের সেরাটা তুলে ধরতে চান তিনি, যাতে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়া সম্ভব হয়।
এদিকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। তার কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন সাইফউদ্দিন।
তিনি জানান, এখনো শোয়েব আখতারের সঙ্গে সরাসরি দেখা বা কথা হয়নি। শুটিংয়ের সময়সূচির কারণে একে অপরের সঙ্গে দেখা হয়নি। তবে একটি সাক্ষাৎকারে তিনি জেনেছেন, শোয়েব আখতার জানুয়ারির মাঝামাঝি সময়ে দলে যোগ দিতে পারেন। তখন সুযোগ পেলে তার কাছ থেকে অভিজ্ঞতা ও পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বলে জানান সাইফউদ্দিন।
বিডি/এএন


































