দেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে
Published : ১৯:৪১, ২১ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে চলতি হিজরি ১৪৪৭ সনের রজব মাস আজ থেকেই শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য পর্যালোচনা শেষে রজব মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।
সভা শেষে ধর্ম উপদেষ্টা জানান, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে।
উল্লেখ্য, ইসলামি শরিয়তে রজব, জিলকদ, জিলহজ ও মহররম—এই চারটি মাসকে বিশেষ মর্যাদাসম্পন্ন বা হারাম মাস হিসেবে গণ্য করা হয়।
এসব মাসে যুদ্ধ-বিগ্রহ ও সংঘাত নিষিদ্ধ। আরব সংস্কৃতি অনুযায়ী, এই মাসগুলোতে মানুষ যুদ্ধ-বিবাদ, অন্যায় ও অপরাধ থেকে বিরত থেকে ইবাদত ও বিশ্রামে সময় অতিবাহিত করত।
রজব মাস মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মাসের ২৬ তারিখের রাত—শবে মেরাজ—ইসলামের ইতিহাসে এক মহিমান্বিত অধ্যায়।
এ রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন, সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন।
পবিত্র রজব মাসকে সামনে রেখে দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত, দোয়া ও আমলের মাধ্যমে আত্মশুদ্ধির প্রস্তুতি নিচ্ছেন।
বিডি/এএন

































