হাদি হত্যার শুটার বিদেশে পালিয়েছে—এমন প্রমাণ মেলেনি: পুলিশ

হাদি হত্যার শুটার বিদেশে পালিয়েছে—এমন প্রমাণ মেলেনি: পুলিশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:০২, ২২ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সাল করিম মাসুদ দেশের বাইরে পালিয়ে গেছেন—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় বলেও উল্লেখ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শুটার ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তার অবস্থান নিশ্চিত করতে পুলিশসহ বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। তবে এই মুহূর্তে তার দেশের বাইরে চলে যাওয়ার বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি।

খন্দকার রফিকুল ইসলাম আরও বলেন, অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে গুজব ও বিভ্রান্তি ছড়ানো হয়, যা তদন্তকে জটিল করে তোলে। তাই যাচাই ছাড়া কোনো তথ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।

হত্যাকাণ্ডের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি বলেন, এখন পর্যন্ত তদন্তে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। তবে প্রকৃত তথ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং সব দিক বিবেচনায় নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement