জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিহত সবুজের দাফন
Published : ২১:৪১, ২১ ডিসেম্বর ২০২৫
সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মধ্যে একজন শহীদ সবুজ মিয়া।
নিহত সবুজ মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ছোট ভগমানপুর পূর্ব পাড়ার হাবিদুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রিম্যান হিসেবে কর্মরত ছিলেন।
দেশ ও জাতির সেবায় গত ৭ নভেম্বর তিনি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেন। গত ১৩ ডিসেম্বর দুপুর ২টার দিকে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ক্যাম্পে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দায়িত্ব পালনরত অবস্থায় শহীদ হন সবুজ মিয়াসহ বাংলাদেশের ছয়জন সাহসী শান্তিরক্ষী।
মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। ২১ ডিসেম্বর রবিবার যোহরের নামাজের পর বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে শহীদ সবুজ মিয়ার মরদেহ গাইবান্ধার তুলসিঘাট হেলিপ্যাডে আনা হয়। পরে অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়িতে।
এসময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। জানাজা শেষে শহীদ সবুজ মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ শহীদ বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানান।
বিডি/এএন



























