প্রথম আলো ও ডেইলি স্টারে নাশকতায় রাজনৈতিক দলের সম্পৃক্ততা মেলেনি: ইসি
Published : ১৯:১৪, ২১ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এ সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে মূলধারার কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন-পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম, আচরণবিধি প্রতিপালন এবং সার্বিক নির্বাচনী পরিবেশ বজায় রাখা নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। দুপুর আড়াইটার পর নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ইসি সানাউল্লাহ বলেন, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, এসব নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে কোনো মূলধারার রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি বিশেষ চক্র শহরের গুরুত্বপূর্ণ এলাকায় লক্ষ্যভিত্তিক হামলা চালাচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনাকে ভাঙচুর বা ভ্যান্ডালিজম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর মোট এক লাখ সদস্য মোতায়েন করা হবে।
এর মধ্যে এক-তৃতীয়াংশ ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে এবং বাকি সদস্যদের দ্রুত মোতায়েন করা হবে। একই সঙ্গে জেলা পর্যায়ে সমন্বয় সেল গঠনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, নির্বাচনকালীন কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় টেকনিক্যাল আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা বৈঠকের আগে রোববার বেলা ১২টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে পৃথক বৈঠক করেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। ভোটের তফসিল ঘোষণার পর এটি ছিল তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বিডি/এএন



























