হাদির হত্যাকারী কোথায় আছে জানলে তো ধরেই ফেলতাম: স্বরাষ্ট্র উপদেষ্

হাদির হত্যাকারী কোথায় আছে জানলে তো ধরেই ফেলতাম: স্বরাষ্ট্র উপদেষ্ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০৮, ২২ ডিসেম্বর ২০২৫

শরিফ ওসমান হাদির হত্যাকারী ঠিক কোথায় অবস্থান করছে— সে বিষয়ে নিশ্চিত তথ্য থাকলে তাকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা যেত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ হাদির হত্যায় জড়িতদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নির্ভুল তথ্য নেই।

সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ ঘটনায় জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

উপদেষ্টা বলেন, এ পর্যন্ত যৌথবাহিনী (পুলিশ, র‍্যাব ও বিজিবি) এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, তার বাবা-মা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। এছাড়া হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৪১ রাউন্ড গুলি এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, খুব দ্রুতই হত্যাকাণ্ডের মূলহোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে মামলার মোটিভ এবং তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত আন্তরিকতা ও সর্বোচ্চ চেষ্টা নিয়ে মূলহোতাকে খুঁজে বের করতে কাজ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দালাল চক্র ফিলিপের পাঁচ সহযোগীকে (স্ত্রী ও শ্বশুরসহ) আটক করে বিজিবি আইনি প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আগেই গণমাধ্যমকে অবহিত করেছে।

মূল অভিযুক্ত বর্তমানে দেশে নাকি বিদেশে— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সে দেশের ভেতরেও থাকতে পারে, আবার বাইরেও থাকতে পারে। তার সুনির্দিষ্ট অবস্থান জানা গেলে তাকে গ্রেপ্তার করা কঠিন হতো না। তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি বৈধ নাকি অবৈধ পথে দেশ ছেড়েছে, সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement