মনোনয়ন ফরম সংগ্রহ সংগ্রহ করলেন আসিফ মাহমুদ।

মনোনয়ন ফরম সংগ্রহ সংগ্রহ করলেন আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪০, ২২ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা–১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তরুণ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার ধানমণ্ডিতে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, সরকারে দেড় বছরের অভিজ্ঞতা তিনি নির্বাচনি এলাকার উন্নয়নে কাজে লাগাতে চান। তার লক্ষ্য হবে একটি পরিকল্পিত, নিরাপদ ও জনবান্ধব ঢাকা–১০ গড়ে তোলা।

তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মীদের টার্গেট করে একটি মহল নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। নিরাপত্তাজনিত ঘাটতির কারণে ভবিষ্যতে প্রচারণা বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ সময় ঢাকা–১০ আসনে ইতোমধ্যে পোস্টার টাঙানো ও নির্বাচনি বুথ স্থাপনের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে আসিফ মাহমুদ নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

নিজের প্রচারণায় শতভাগ আচরণবিধি অনুসরণের অঙ্গীকার করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে। এ অবস্থায় যথাসময়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জনগণকে সঙ্গে নিয়েই নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে আসিফ মাহমুদ বলেন, “ঢাকা–১০ এর মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়। আমি বিশ্বাস করি, জনগণের শক্তিই আমার সবচেয়ে বড়

আরএইচ/ ঢাকা

শেয়ার করুনঃ
Advertisement