হোটেলে অনৈতিক কার্যক্রমে তিনজন আটক

হোটেলে অনৈতিক কার্যক্রমে তিনজন আটক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১০, ২২ ডিসেম্বর ২০২৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে থানা পুলিশ নারীর সহ তিনজনকে আটক করেছে।

রোববার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর এলাকার ফ্রেস ভাটেরচর গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে পুলিশের দ্বিতীয় দফা অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: লক্ষ্মীপুর জেলার হোসেন আলী (২৯), শরীয়তপুর জেলার পায়েল আক্তার (২৭) এবং নারায়ণগঞ্জ জেলার মেঘলা আক্তার (৩৫)।

গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিজন বাড়ৈ জানিয়েছেন, থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে হোটেলের একটি কক্ষে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, এর আগে ২৩ নভেম্বর একই আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীর সহ পাঁচজনকে আটক করা হয়েছিল।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement