এনসিপি নেতার সিটিস্ক্যান রিপোর্টে মিলেছে স্বস্তির খবর

এনসিপি নেতার সিটিস্ক্যান রিপোর্টে মিলেছে স্বস্তির খবর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১৩, ২২ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ধরনের হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরেক নেতা।

খুলনা বিভাগে এনসিপির দায়িত্বপ্রাপ্ত প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে মাথায় গুলি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোতালেব শিকদার ওই এলাকার শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের সন্তান।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক এসেছে এবং আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন দেখা যাচ্ছে না।

এ তথ্য নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে কিছুক্ষণ আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

চিকিৎসকদের বরাতে তিনি আরও জানান, সিটি স্ক্যান ভালো রয়েছে, ভাইটাল সাইন স্বাভাবিক আছে এবং নিউরোসার্জারি বিভাগের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে—খুলনাতেই তার চিকিৎসা চালানো সম্ভব হবে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোনাডাঙ্গা এলাকায় অবস্থানকালে হঠাৎ অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করেছে।

পুলিশ জানায়, হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক বিরোধ, সাংগঠনিক দ্বন্দ্ব কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল জানান, মোতালেব নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে তার মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এদিকে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পিও জানান, সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে। পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এরপর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

পরবর্তীতে তার মরদেহ দেশে আনা হয় এবং শুক্রবার ঢাকায় পৌঁছানোর পর শনিবার বাদ জোহরের নামাজ শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement