হাদির মতো এনসিপি নেতাকে ‘একই স্টাইলে’ গুলি।

হাদির মতো এনসিপি নেতাকে  ‘একই স্টাইলে’ গুলি। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

Published : ১৪:২৩, ২২ ডিসেম্বর ২০২৫

রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই কায়দায় গুলির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরেক শীর্ষ নেতা।

খুলনার সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে মাথায় গুলি করা হয়েছে এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোতালেব শিকদার গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
গুলিবিদ্ধ মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা। তিনি মৃত মোসলেম শিকদারের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রকাশ্যে মাথায় গুলি করার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার বিষয়ে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু বলেন,

“এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।”এদিকে এনসিপির খুলনা জেলা ও মহানগর সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন,

“সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা অত্যন্ত গুরুতর।” একই কায়দায় পরপর রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিষয়টি ঘিরে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরএইচ/ ঢাকা

শেয়ার করুনঃ
Advertisement