ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে খালেদা জিয়াকে স্মরণ জয়শঙ্করের

ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে খালেদা জিয়াকে স্মরণ জয়শঙ্করের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩১, ৩১ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও মূল্যবোধ ভবিষ্যতে ভারত–বাংলাদেশ অংশীদারত্বকে আরও শক্তিশালী ও ইতিবাচক পথে এগিয়ে নিতে দিকনির্দেশনা দেবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের ফেসবুক পোস্টে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

পোস্টে জয়শঙ্কর উল্লেখ করেন, ঢাকায় পৌঁছানোর পরপরই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন এবং ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, তার দৃঢ় বিশ্বাস—বেগম খালেদা জিয়ার দর্শন, নেতৃত্বগুণ ও মূল্যবোধ ভারত ও বাংলাদেশের পারস্পরিক অংশীদারত্বের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বুধবার দুপুরে ঢাকায় আসেন এস জয়শঙ্কর। সফরসূচি অনুযায়ী, বিকেলেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনিই প্রথম ভারতীয় মন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে আসেন।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

বুধবার বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে লাখো মানুষের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement