সাফ চ্যাম্পিয়ন মেয়েদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

সাফ চ্যাম্পিয়ন মেয়েদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০১, ২৫ জানুয়ারি ২০২৬

মালদ্বীপকে বড় ব্যবধানে পরাজিত করে সাফ নারী ফুটসাল টুর্নামেন্টের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ঐতিহাসিক সাফল্যে বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৫ জানুয়ারি) দেওয়া এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের অসাধারণ পারফরম্যান্স ও শিরোপা জয় দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি উল্লেখ করেন, এই সাফল্য প্রমাণ করে যে বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

ড. মুহাম্মদ ইউনূস বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং এই সাফল্যের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

প্রধান উপদেষ্টা ভবিষ্যতেও বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, নারী ও পুরুষ উভয়ের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত সাফ ফুটসাল টুর্নামেন্টে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement