আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দল ঘোষণা করা হলেও বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার—এমনটাই জানিয়েছেন নির্বাচক আকিব জাবেদ। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচক হিসেবে তারা নিজেদের দায়িত্ব পালন করেছেন, এখন সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে দল।
এদিকে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কঠোর সমালোচনা করেছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, সরকার চাইলে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তও নিতে পারে পাকিস্তান।
নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে একাধিকবার চিঠি পাঠায় বিসিবি এবং বৈঠকেও অংশ নেয়। তবে বাংলাদেশের উদ্বেগকে গুরুত্ব দেয়নি আইসিসি।
কয়েক দিন আগে আইসিসির এক বোর্ড সভায় বাংলাদেশ ইস্যুতে ভোটাভুটি হয়। সেখানে ১৫ ভোটের মধ্যে কেবল পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দেয়। এমনকি বাংলাদেশের দাবির সমর্থনে আইসিসিকে চিঠিও দেয় পিসিবি।
এ অবস্থায় আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে না নেয়, তাহলে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা গতকাল পিসিবি চেয়ারম্যানের বক্তব্যে আরও জোরালো হয়েছে।
বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ, মোহাম্মদ শেহজাদ ও শহীদ আফ্রিদির মতো তারকারাও। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠিও জানিয়েছেন, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তবে তিনি সেটিকে সমর্থন করবেন।
এই টানাপোড়েনের মধ্যেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। কেন বয়কটের আলোচনা চলার মাঝেও স্কোয়াড ঘোষণা করা হলো—এমন প্রশ্নের জবাবে আকিব জাবেদ বলেন, নির্বাচকদের দায়িত্ব শুধু দল নির্বাচন করা। সময়সীমার কাছাকাছি থাকায় তারা স্কোয়াড ঘোষণা করেছেন। তবে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের, তাই এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারছেন না।
































