অদ্ভুত ঘটনার আভাস দিলেন বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন

Published : ২২:৫৬, ১৯ আগস্ট ২০২৫
অদ্ভুত এক ঘটনার আভাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই দেশবাসী এক বিস্ময়কর ঘটনার সাক্ষী হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সংবিধান সংশোধন করে থাকে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা। অথচ বাংলাদেশে এই কাজ করছে একদল অনির্বাচিত মানুষ। কেউ এসেছে আমেরিকা থেকে, কেউ লন্ডন কিংবা অন্য কোনো দেশ থেকে। গত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলনে কিংবা জুলাই মাসের গণঅভ্যুত্থানে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। অথচ তারাই এখন বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার চেষ্টা করছে।
মেজর হাফিজ এই অনির্বাচিত গোষ্ঠীর তীব্র সমালোচনা করেন এবং সংবিধানের মর্যাদা ও পবিত্রতা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও স্মরণ করিয়ে দেন, মহান মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তরে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। সেই মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন তৎকালীন সেনা কর্মকর্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান। যখন রাজনৈতিক দলগুলো পেছনে সরে দাঁড়িয়েছিল, তখনই জনগণের আশা হয়ে সামনে এসেছিলেন জিয়াউর রহমান।
হাফিজ বলেন, জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়েছিল। আজ বিশ্ব আমাদের মাথাপিছু আয় দিয়ে দরিদ্র হিসেবে চিহ্নিত করতে চায়। অথচ বাংলাদেশ ইউরোপ-আমেরিকার বহু পরাশক্তির চেয়েও ধনী, কারণ এই দেশেই আবু সাঈদের মতো আত্মত্যাগী সন্তান জন্ম নিয়েছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরস্ত্র অবস্থায় বুক চিতিয়ে গুলি খাওয়ার মতো দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। পরাশক্তিগুলো, যাদের অহংকার অনেক, তারা এমন উদাহরণ দিতে পারেনি। তাই স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জনগণের এই আত্মত্যাগ আমাদের জাতীয় গর্বের বড় ভিত্তি।
আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
Source: Rtv Online
BD/AN