সাবেক সমন্বয়কের ১২ ঘণ্টার আলটিমেটাম আর্টসেলকে

Published : ১৮:৩৭, ১৭ আগস্ট ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ‘৩৬ জুলাই মুক্তির উৎসব’-এর কনসার্ট হঠাৎ বাতিল হওয়ার ঘটনায় জনপ্রিয় ব্যান্ড আর্টসেলকে ক্ষতিপূরণসহ ১২ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে আলটিমেটাম দিয়েছেন আয়োজক ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আলটিমেটামটি দেন তিনি। পোস্টে আম্মার উল্লেখ করেন, ব্যান্ড আর্টসেল এবং এর ভোকাল জর্জ লিংকনকে ক্ষতিপূরণসহ অর্থ ফেরত পাঠাতে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ প্রদানের তালিকা দেওয়া হয়েছে এবং তা না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, ভবিষ্যতের কানাডা সফরও বাতিলের সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন।
আয়োজক জানান, অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর হঠাৎ ব্যান্ড আর্টসেল সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিলের ঘোষণা দেয়। এতে আয়োজক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়। সালাউদ্দিন আম্মার অভিযোগ, ব্যান্ডের ম্যানেজার কনসার্ট বাতিলকে মিডিয়ার সামনে চাঁদাবাজি হিসেবে তুলে ধরতে চাইছে, কিন্তু আয়োজকেরা প্রকাশ্যে প্রমাণ দেখানোর দাবি করছেন।
ব্যান্ডের মিডিয়া ম্যানেজার বাঁধন জানিয়েছেন, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “আমাদের ভোকাল লিংকন ভাই বর্তমানে অসুস্থ, তাই তাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত সম্ভব নয়। আমরা সময়মতো সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাব।”
এ ঘটনার প্রেক্ষিতে আয়োজকরা মনে করেন, কনসার্ট বাতিলের ফলে শুধু আর্থিক ক্ষতি নয়, শিক্ষার্থীদের উৎসবের আনন্দও নষ্ট হয়েছে। সালাউদ্দিন আম্মার আরও জানান, ব্যান্ডের পূর্ববর্তী ই-মেইল রিপ্লাই থেকে বোঝা গেছে, তারা নিষিদ্ধ ছাত্রলীগের সাথে যোগাযোগ রেখে কনসার্ট বাতিল করেছে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সমালোচনা ও বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। সাধারণ জনগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিপূরণ দাবি ও ব্যান্ডের আচরণকে নিন্দনীয় হিসেবে উল্লেখ করেছেন।
BD/AN
বিষয়ঃ
- সর্বশেষ খবর
- সর্বশেষ আপডেট
- সংবাদ আপডেট
- সংবাদ
- শিরোনাম সংবাদ
- রাজনৈতিক বিশ্লেষণ
- বিনোদনের খবরে
- বিনোদন
- আজকের শীর্ষ খবর
- আজকের প্রধান সংবাদ
- আজকের পত্রিকা
- আজকের খবর
- viral news
- update news today
- update news bangla
- trending news
- today news bangla
- today news
- the business daily
- songbad
- online news portal
- News Update
- latest news bangla
- latest news
- business daily
- bangla breaking news
- ajker songbad
- ajker potrika
- ajker khobor