গুলিস্তানে পুলিশের অভিযান: চোরাই মোবাইল চক্রের ১০ সদস্য গ্রেফতার

Published : ২৩:৪৩, ৩০ আগস্ট ২০২৫
রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোনের একটি সক্রিয় চক্রের ১০ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোট ১০৩টি চোরাই মোবাইল, যার মধ্যে রয়েছে ৬৮টি অ্যান্ড্রয়েড এবং ৩৫টি বাটন সেট।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—১। মো. আব্দুল মান্নান (৫০),২। মো. সিয়াম মিয়া (১৮),৩। মো. আব্দুর রহমান (১৮),৪। মো. সাজু মিয়া (২১),৫। মো. আব্দুল্লাহ ইবনে আল মাকসুদ আরাফাত (২০),৬। নাজমুল ইসলাম (১৮),৭। মো. আব্দুল (১৮),৮। মো. রাকিব (১৮),৯। মো. রেজাউল হক (৫৫),১০। মো. আশরাফুল (১৯)।
গোয়েন্দা ওয়ারী বিভাগের কর্মকর্তারা জানান, শনিবার (৩০ আগস্ট) রাজধানীর গুলিস্তানে বিশেষ অভিযানে তাদের ধরা হয়। তারা দীর্ঘদিন ধরে ছিনতাইকারী ও চোরদের কাছ থেকে কম দামে চুরি করা মোবাইল কিনে নিয়ে বেশি দামে বিক্রি করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই চোরাই মোবাইল বেচাকেনা চক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
BD/AN