‘সাংবাদিকতা ছুটিয়ে দিব’—হুমকি দিয়ে সাংবাদিকদের ওপর হামলা

Published : ১৩:৩১, ৩১ আগস্ট ২০২৫
মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলা-এর নিজস্ব প্রতিবেদক এ জেড ভূঁইয়া আনাস ও বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক।
শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ১০–১৫ জন সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা হুমকি দিয়ে বলে, ‘সাংবাদিকতা ছুটিয়ে দেব’। এতে দুই সাংবাদিকই আহত হন।
আনাস জানান, তার বাসা ওই এলাকাতেই। নিয়মিতভাবেই তারা বাংলাদেশ ব্যাংকের পেছনের গলিতে চা পান করতে বসেন। আজও ডিবিসির এক সহকর্মীসহ সেখানে বসেছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত এসে তাদের ওপর আক্রমণ চালায়। কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আহত করা হয় তাদের। পরে কোনোভাবে সেখান থেকে সরে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই, তবে তখন কাউকেই পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ করছি।”
BD/AN