লক্ষ্মীপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত - ড. রেজাউল করিম

Published : ২১:১৬, ৩০ আগস্ট ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন,এক শ্রেণীর লোক যুব সমাজের হাতে মাদক তুলে দিয়ে তাদের দল ভারি করতে চাই।কেউ যদি মাদকের ব্যবসা করে অন্যের সন্ত্রানকে বিপদগামী করে তাহলে তার সন্তান ও মাদকের জন্য ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হয়ে যাবে। তাই এই ধ্বংস থেকে বাঁচাতে আসুন আমরা সুন্দর একটি লক্ষ্মীপুর গড়বো, যেটি হবে সন্ত্রাস ও মাদকমুক্ত।
শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় লক্ষ্মীপুর সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লক্ষ্মীপুর গত ৩০ বছরে যেমন টিনের ঘর ছিল সেগুলো এখনো রয়ে গেছে কিন্তু কোন ইন্ডাস্ট্রি গড়ে উঠে নাই।এইখানে মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের গড়ার পরিকল্পনা রয়েছে, আগামীদিনে আমরা এখানে নৌবন্দর ও রেললাইন স্থাপনের মাধ্যমে সকলে মিলে একটি উন্নত সুন্দর লক্ষ্মীপুর বিনির্মাণ করতে চাই। আমরা হবো মানবিক ,আমরা হবো উন্নত , আমার আমাদের মেধাকে কাজে লাগিয়ে লক্ষ্মীপুরের পাশাপাশি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রচেষ্টা করবো।
লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা শিবিরের সভাপতি আল- আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. রিফাত মাহবুব এমবিবিএস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবিরের শহর সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাবেক শহর সভাপতি ফয়েজ আহমেদ, সাবেক কলেজ সভাপতি এডভোকেট সুফিয়ান কামাল শামীম, ফিরোজ হোসেনসহ আরো অনেকে।
নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও উপহার প্রদান করা হয় এবং ক্যারিয়ার গড়ার গাইডলাইন দেওয়া হয়।
BD/AN