সারজিসের বক্তব্যে বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গে মুখ খুললেন রুমিন ফারহানা

Published : ১১:৪৭, ১৪ অক্টোবর ২০২৫
পঞ্চগড়ে বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের প্রতিক্রিয়া ও ব্যবহৃত ভাষা নিয়ে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
তাঁর মতে, সারজিস আলমের ভাষা রাজনৈতিক আচরণের এক উদ্বেগজনক দিকের ইঙ্গিত দেয়।
একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, “গত পরশু আশুগঞ্জে আমার একটি বড় জনসভা ছিল, যেখানে প্রায় ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। আমি বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যায়।
জেনারেটরও ঠিকভাবে কাজ করছিল না, সম্ভবত অতিরিক্ত চাপের কারণে তার ছিঁড়ে গিয়েছিল। ফলে আমাকে প্রায় ১০-১৫ মিনিট মাইক ছাড়া সবাইকে থামিয়ে বক্তব্য দিতে হয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে বিদ্যুতের সংকট এখনো বাস্তবতা। ঢাকার বাইরে গেলে পরিস্থিতি আরও প্রকটভাবে বোঝা যায়। অনেক এলাকায় দিনে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এই অবস্থার মধ্যেই আমাদের রাজনৈতিক কর্মসূচি চালাতে হয়, এবং এটা আমাদের কাছে নতুন কিছু নয়।”
রুমিন ফারহানার মতে, “সারজিস আলমের ব্যবহৃত ভাষা কিছু গভীর বিষয়কে ইঙ্গিত করে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে ধরনের ঔদ্ধত্য গড়ে উঠেছিল, সেখানে আমরা প্রায়ই শুনতাম — ‘নৌকায় ভোট না দিলে এলাকায় ঢুকতে দেব না’, ‘কবরে জায়গা হবে না’, এমন অশ্রাব্য কথাবার্তা। এখন দেখা যাচ্ছে, নতুন রাজনৈতিক দল হয়েও এনসিপির নেতাদের মধ্যেও সেই একই ধরনের উদ্ধত আচরণ গড়ে উঠছে, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও যোগ করেন, “রাজনীতিতে ধৈর্য ও প্রজ্ঞার জায়গা আছে। আপনি হয়তো জমিদারের বংশধর হতে পারেন, কিন্তু দেশের বাস্তবতা হলো — বিদ্যুৎ উৎপাদন এখনো সীমিত। এই অবস্থায় অতি প্রতিক্রিয়া বা হঠকারী মন্তব্য রাজনীতির জন্য শুভ নয়। আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করছি, তারা জানি — এসব পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয়।”
বিডি/এএন