কর্মবিরতির মধ্যেই রাস্তায় নামছেন শিক্ষকরা

কর্মবিরতির মধ্যেই রাস্তায় নামছেন শিক্ষকরা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৫, ১৪ অক্টোবর ২০২৫

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন আরও জোরদার হয়েছে। দাবি আদায় না হওয়ায় তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়িয়েছে, ফলে সারাদেশের স্কুল-কলেজের পাঠদান কার্যত অচল হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে আন্দোলনে অংশ নেন। দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেন তারা।

এর আগে সোমবার (১৩ অক্টোবর) বিকেলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে আন্দোলনের এই ধাপের ঘোষণা দেন সংগঠনের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি জানান, সরকারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো প্রজ্ঞাপন বা ঘোষণা না এলে শিক্ষকরা লং মার্চসহ আরও কঠোর কর্মসূচিতে যাবেন।

মঙ্গলবার সকালে অধ্যক্ষ আজিজী বলেন, “কর্মবিরতি অব্যাহত থাকবে। সরকারের পক্ষ থেকে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন না জারি করা পর্যন্ত শ্রেণি কার্যক্রমে কেউ অংশ নেবেন না।”

উল্লেখ্য, সোমবার সকাল থেকেই পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ ও ভাতা বৃদ্ধির দাবিতে দেশজুড়ে সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়। এতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা ক্লাস করতে না পারায় শিক্ষাকার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement