তৃতীয় বিয়ের পর স্বামীর কাছে বিশেষ আবেদন তনির

তৃতীয় বিয়ের পর স্বামীর কাছে বিশেষ আবেদন তনির ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১৫, ১৪ অক্টোবর ২০২৫

নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি সম্প্রতি জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। চলতি বছরের শুরুতে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংককের একটি হাসপাতালে মারা যান তার স্বামী শাহাদাৎ হোসাইন।

স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে একাই তার ব্যবসা প্রতিষ্ঠান সামলাচ্ছিলেন তনি।

কিন্তু হঠাৎই জানা গেল, তিনি ফের বিয়ে করেছেন। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েছেন অনেকে, তবে কিছু মানুষ তাঁকে সমর্থনও করেছেন। এই নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তনির তৃতীয় স্বামী মো. সিদ্দিক।

মো. সিদ্দিক রোবাবার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এবং স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনো তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”

এদিকে তনিও নিজের ফেসবুক পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।” এছাড়া সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি স্বামীর উদ্দেশে বলেছেন, “প্লিজ বি মাই জাস্ট ফ্রেন্ড।”

জানা গেছে, মো. সিদ্দিক মানসিব টেলিকমের মালিক ও এমডি। তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় (DMU) থেকে পড়ালেখা করেছেন এবং বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তাঁর পরিবারের মূল ঠিকানা খুলনায়।

প্রসঙ্গত, তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী ছিলেন। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তনি প্রথমে বিচ্ছেদের পথে হাঁটেন, পরে ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। তনি ও তার স্বামীর মধ্যে বয়সের ব্যবধান নিয়ে তিনি সবসময় সমালোচনার মুখে পড়েছেন।

ফেসবুক লাইভ বা বিভিন্ন সামাজিক মাধ্যমে তিনি নানান ট্রলের সম্মুখীন হন, তবে এসব নিয়ে তনির কোনো তোয়াক্কা নেই। তিনি বলেন, দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকা তাঁর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমানে তনি ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী। তার দেশে সারাদেশে ১২টি শোরুম রয়েছে এবং তিনি নিজেই সবকিছু তত্ত্বাবধান করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement