নিষিদ্ধ আ.লীগের সাত নেতা-কর্মী আটক

নিষিদ্ধ আ.লীগের সাত নেতা-কর্মী আটক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৭, ১২ অক্টোবর ২০২৫

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয় দুই নেতা সহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টা ধরে ধারাবাহিক অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিরা সম্প্রতি ঢাকায় আকস্মিক ঝটিকা মিছিল আয়োজন, অংশগ্রহণ ও এসব কর্মসূচিতে আর্থিক সহায়তার সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২), একই সংগঠনের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি এরশাদ আলী (৪৫), সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭), সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসভাপতি মোবারক হোসেন পলক (৩২), বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন আকন (৫০) এবং আওয়ামী লীগের সক্রিয় সংগঠক মিরাজ হোসেন (২৬)।

ডিবি সূত্রে জানা গেছে, এই সাতজনই নিষিদ্ধ সংগঠনের ব্যানারে রাজনৈতিক তৎপরতা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) গ্রেপ্তারদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
তদন্ত কর্মকর্তারা জানান, তাদের কার্যক্রমের পেছনে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement