রাতের অন্ধকার নয়, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হবে: সিইসি

Published : ১৯:৪৭, ১২ অক্টোবর ২০২৫
লুকানো নয়, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার চেষ্টা চলছে—এমন আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
রোববার দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।
কমিশনার নাসির উদ্দিন বলেন, “আমরা আসন্ন নির্বাচনে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে চাই। সাংবাদিক, ভোটার এবং আইন শৃঙ্খলা বাহিনী—সবাই মিলে এই লক্ষ্য অর্জন সম্ভব। কমিশন ইতোমধ্যেই অবৈধ কার্যক্রম রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে প্রভাবিত করার কোনো চেষ্টা বা বাধা গ্রহণযোগ্য নয়। কমিশন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে যাতে সবাই নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে এগোতে পারে।”
এ প্রসঙ্গে তিনি আশ্বাস দেন যে, নির্বাচন প্রক্রিয়া যতটা সম্ভব স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে, যাতে জনগণ ভোটে অংশগ্রহণে নিশ্চিত হতে পারে।
বিডি/এএন