ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-উদযাপন

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-উদযাপন ছবি: বিজনেস ডেইলি

ঠাকুরগাঁও প্রতিনিধি

Published : ২২:৪৫, ১৩ অক্টোবর ২০২৫

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ঠাকুরগাঁওয়েও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব ইশরাত ফারজানা।
এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত নগরায়ণ ও পরিবেশ দূষণের কারণে দুর্যোগের ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে। তাই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণ দেন এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বাস্তব মহড়া প্রদর্শন করেন।

এই সময় তারা দেখান—আগুন লাগলে কীভাবে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হয়, কীভাবে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে এবং দুর্ঘটনার পর উদ্ধারকাজ কীভাবে পরিচালনা করতে হয়।

দর্শনার্থী ও শিক্ষার্থীরা মহড়া উপভোগ করেন এবং আগামীর দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement