শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা ফ্যাসিবাদের প্রকাশ: সাইফুল হক

Published : ১৮:৫৪, ১২ অক্টোবর ২০২৫
যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন বা কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ ফ্যাসিবাদেরই বহিঃপ্রকাশ—এমন মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ৪৮তম বিসিএস পরীক্ষায় নিয়োগপ্রত্যাশী চিকিৎসক ফোরাম।
সাইফুল হক বলেন, “জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ে রাজপথে নামবেই—এটাই স্বাভাবিক গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেই দাবিকে দমন করার জন্য যদি রাষ্ট্র পুলিশকে লেলিয়ে দেয়, তবে সেটা জালিম শাসনেরই চিত্র তুলে ধরে। এটি অত্যন্ত ভয়াবহ ও উদ্বেগজনক।”
তিনি আরও বলেন, “যদি এভাবে অন্যায় দমনচেষ্টা চলতে থাকে, জনগণ তা আর মেনে নেবে না। রাষ্ট্রের শক্তি দিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না।”
একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “দেশের প্রান্তিক পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট এখন মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। তাই ৪৮তম বিসিএসের নির্দিষ্ট নিয়োগপ্রাপ্তদের পাশাপাশি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমাণ চিকিৎসকদেরও দ্রুত নিয়োগ দিতে হবে।”
মান্না বলেন, “আমরা এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি, কারণ এটি শুধু চিকিৎসকদের নয়—জনগণের জীবনরক্ষার দাবিও বটে।”
বিডি/এএন