নির্বাচনকালীন মাঠ প্রশাসনের নিরপেক্ষতা দেখবেন নতুন সচিব

নির্বাচনকালীন মাঠ প্রশাসনের নিরপেক্ষতা দেখবেন নতুন সচিব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৯, ১২ অক্টোবর ২০২৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মো. এহছানুল হক জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব পালন হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু।

রোববার (১২ অক্টোবর) সকালে সিনিয়র সচিব হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচনকালীন আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবো। যারা মাঠ প্রশাসনে আছেন, তারা অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। এটি নিশ্চিত করার দায়িত্ব আমি নিজে নিলাম।”

এহছানুল হক আরও বলেন, “নির্বাচনে আইনশৃঙ্খলার সমস্যা নেই। জনগণ যদি নিরপেক্ষ নির্বাচন চায়, সেটা করা সম্ভব। কর্মকর্তারা সব বিতর্কের ঊর্ধ্বে থাকবেন।” তিনি হুঁশিয়ারি দিয়ে যোগ করেন, “যদি কেউ নিরপেক্ষভাবে কাজ না করে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো কর্মকর্তার যদি দলীয় সম্পৃক্ততা পাওয়া যায়, তাকে নির্বাচনের বাইরে রাখা হবে।”

তিনি আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন প্রিসাইডিং অফিসার ক্ষমতাবান হবেন। “যদি তারা তাদের ক্ষমতা ব্যবহার না করেন, তাও বিচারাধীন থাকবে। এটি আমাদের অফিসারদের জন্য একটি স্পষ্ট বার্তা।”

নতুন সচিব নিশ্চিত করেছেন, তিনি কখনো দলীয় নির্দেশে কাজ করেননি এবং ভবিষ্যতেও করবেন না। কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় “প্রটেকশন” বা সুরক্ষা দেওয়ার বিষয়ে তিনি বলেন, “এটি মানে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। উপযুক্ত পরিবেশ এবং সুরক্ষা পেলে কর্মকর্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবেন।”

সচিব বলেন, “গোলমাল করলে সেন্টার বন্ধ করে দেওয়া হবে।” তবে নির্বাচনের আগে ডিসি ও ইউএনও পদে কোনো পরিবর্তন আসবে কি না, এ বিষয়ে তিনি বলেন, “এটি নীতিগত বিষয়, এখনও কিছু বলা যাচ্ছে না।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement