কামাল জামানের প্রার্থিতা আপাতত স্থগিত

কামাল জামানের প্রার্থিতা আপাতত স্থগিত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪২, ৪ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। দলটি মোট ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে মাদারীপুর-১ (শিবচর) আসনের জন্য মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার প্রার্থিতা আপাতত স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এই সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনের মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনের জন্য কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয়। কিন্তু অনিবার্য কারণে এই আসনের মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাসঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাদারীপুর-১ (শিবচর) আসনের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কামাল জামান মোল্লাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। সাবেক আইজিপি বেনজীর আহমদ, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে তার কিছু ছবির মাধ্যমে অনেকেই তাকে স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যায়িত করছেন। এই পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা ও সমালোচনার মাত্রা বাড়ছে, যা আসন্ন নির্বাচনের প্রস্তুতির সঙ্গে সরাসরি যুক্ত।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement