মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দক্ষিণ কোরিয়ার সফরে সীমান্তে ডিএমজেড পরিদর্শন করেছেন।
সোমবার (৩ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী ডিএমজেড অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে অবতরণ করেন হেগসেথ। এ সময় তার সঙ্গে ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহন গিউ-ব্যাক। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই সফরের মূল উদ্দেশ্য দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত নিরাপত্তা ও সামরিক পরিস্থিতি পর্যালোচনা করা।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে বার্ষিক নিরাপত্তা পরামর্শ সভায় অংশগ্রহণ করবেন। এই বৈঠকে দুই দেশের সামরিক জোটের নীতি নির্ধারণ, পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা প্রস্তুতি, আঞ্চলিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে আলোচনা হবে।
হেগসেথ ও আহন গিউ-ব্যাকের আলোচনার মাধ্যমে দুই দেশ উত্তর কোরিয়ার হুমকির মোকাবিলায় কৌশলগত সমন্বয় ও যৌথ প্রতিরক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করবেন।

				
						
											
											
											
											






























