মির্জা আব্বাসের তীব্র মন্তব্য: “দেশপ্রেমিক নয়, ক্ষমতা চাইতে পারে না”

মির্জা আব্বাসের তীব্র মন্তব্য: “দেশপ্রেমিক নয়, ক্ষমতা চাইতে পারে না” ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩২, ৪ নভেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু শক্তি ধর্মকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। তিনি প্রশ্ন তুলেছেন, যারা দেশপ্রেমিক নয়, তারা কীভাবে দেশের শাসনভার চাইতে পারে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর পল্টনে সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, কিছু মানুষ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চায় এবং ভেবেছে তারা ভোটের মাধ্যমে জয় নিশ্চিত করতে পারবে। তবে দেশের মানুষ দেশপ্রেমিক ও দক্ষ নেতৃত্বকেই সমর্থন করবে।

তিনি আরও উল্লেখ করেন, যারা জনগণকে প্রয়োজন মনে করে না, তারা দীর্ঘ বক্তৃতা করে সময় নষ্ট করছে। তিনি বলেন, এই শ্রেণী ১৯৭১ সালে দেশ বিরোধিতা করেছে এবং বিভিন্ন সময়ে দেশের ক্ষতি করেছে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মির্জা আব্বাস বলেন, দেশে এখন এমন অবস্থা যে মনে হয়, কারো হাতে দেশের নিয়ন্ত্রণ নেই। সরকারি সংস্কার নিয়ে সবাই ব্যস্ত থাকলেও সাধারণ মানুষ বেকার হয়ে পড়েছে, ফুটপাত ও সড়ক দখল করেছে এবং দোকান বসিয়ে জনগণের সমস্যা বাড়াচ্ছে।

তিনি বলেন, যারা দেশকে লুটেপুটে খেতে চায়, তাদের কোনো শক্তি নেই; তারা পুরনো দল ও সরকারের ওপর নির্ভরশীল। তিনি আশঙ্কা প্রকাশ করেন, নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এই দল চক্রান্ত করতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement