রংপুর বিভাগের ৩৩ আসনের মধ্যে ২৮টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা

রংপুর বিভাগের ৩৩ আসনের মধ্যে ২৮টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৩৩, ৩ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের আট জেলার ৩৩ টি আসনের মধ্যে ২৮ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এসব ঘোষিত প্রার্থীদের দলের চেয়ারম্যান  বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নাম রয়েছে। আজ ৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।

রংপুর বিভাগের বিএনপির সম্ভাব্য প্রার্থীগণ হলেন, পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ। ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ।

দিনাজপুর-১ আসনে মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনে সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়া, দিনাজপুর-৪ আসনে আক্তারুজ্জামান মিয়াঁ, দিনাজপুর-৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, দিনাজপুর-৬ আসনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

নীলফামারী-১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, নীলফামারী-২ আসনে এ এইচ সাইফুল্লাহ রুবেল, নীলফামারী-৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, নীলফামারী-৪ আসনে আব্দুল গফুর সরকার।

লালমনিরহাট-১ আসনে হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি, লালমনিরহাট-৩ আসনে আসাদুল হাবিব দুলু।

রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনে মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনে সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনে গোলাম রব্বানী, রংপুর-৬ আসনে সাইফুল ইসলাম।

কুড়িগ্রাম-১ আসনে সাইফুল ইসলাম রানা, কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসেন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩ আসনে তাজভীর উল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনে আজিজুর রহমান এবং গাইবান্ধা-১ আসনে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা-২আসনে আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৩ আসনে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪ আসনে শামীম কায়সার ও গাইবান্ধা-৫ আসনে ফারুক আলম সরকার। ২৮টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয় এবং ৫টি আসনের প্রার্থীর না ঘোষণা করা হয়নি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement