ঘটনাটা পাবনা জেলার, খাদিজা এবং মিঠুন একই শ্রেণিতে পড়ালেখা করতো।
জানা যায় মিঠুন নামক বোকাচোদা দীর্ঘদিন ধরে খাদিজা খাতুন নামক একটি ফেক টিক টক আইডিতে কথা বলতেন।
বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা যায় ভুয়া খাদিজা ও মিঠুনের মাঝে অনেক ধরনের কথা হয়েছে যার মধ্যে মিঠুনের কিছু অন্যতম ডায়লগ হলো "তুমি আমার দিকে একটু তাকাও না কেন? " এমনকি মিঠুনের সাথে ভুয়া খাদিজা কাশফুলেও যেতে চায়, কিন্তু টাকা না থাকায় মিঠুন অন্য কিছুর বাহানা দিয়ে না করে দেয়। এমনকি কথাবাত্রা চলার কিছুদিনের মধ্যে মিঠুন খাদিজা খাতুন নামক ফেক আইডির মালিক কে খাদিজা ভেবে প্রপোজ করে দেয়। এর কিছুদিন পর হঠাৎ ফেক খাদিজা একটি ফেক ইমো নাম্বার দিয়ে মিঠুনকে ভিডিও কল দেয়। এর কিছুক্ষণ পরে এই ঘটনার পরিবর্তন ঘটে, মিঠুন বুঝতে পারে খাদিজা খাতুন নামক ফেক আইডিটি ছিলো ডাইরেক্ট একশন গ্রুপের একজন সদস্যের।
এর কিছুদিনের মধ্যেই মিঠুনের মন ভেঙে যায়। মিঠুন অসহায় হয়ে পড়ে কে বা জানতো মিঠুন এমন ভাবে ফেসে যাবে।
আমি উৎস আছি আপনাদের সাথে বিস্তারিত জানতে সাথেই থাকুন।

































