বলিউডের গ্ল্যামার দুনিয়ার এক অন্যতম স্টাইল আইকন মালাইকা অরোরা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন।
অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তার ব্যক্তিগত জীবন মিডিয়ার নজর কাড়ছে, আর সম্প্রতি গুঞ্জন উঠেছে যে, মালাইকার জীবনে নতুন প্রেম এসেছে। হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে তার নাম জড়িয়েছে বলিউড অঙ্গনে, খবর প্রকাশ করেছে টাইমস এন্টারটেইনমেন্ট।
প্রেমের এই গুঞ্জনের মাঝেও মালাইকা তার পছন্দের পুরুষ নিয়ে অতীতের এক সাক্ষাৎকারে খোলামেলা মন্তব্য করেছেন। তিনি জানান, তিনি একটু রুক্ষ, ধারালো চেহারার পুরুষকে বেশি পছন্দ করেন। খুব ফর্সা, অতিরিক্ত পরিপাটি বা গোঁফ-দাড়ি কামানো পুরুষ তার চোখে একেবারেই আকর্ষণীয় নয়।
শুধু চেহারাই নয়, মালাইকার মতে, পুরুষের ব্যক্তিত্বে থাকতে হবে সাহস ও আত্মবিশ্বাস। তিনি বলেন, এমন একজন পুরুষ তাকে বেশি আকর্ষণ করে যে প্রকাশ্যে সাহসীভাবে ‘ফ্লার্ট’ করতে পারে এবং ভালো চুমু দিতে জানে।
এছাড়া মালাইকার মতে, তার পছন্দের পুরুষের মধ্যে থাকা উচিত স্পষ্টবাদিতা, শক্ত চোয়াল এবং রোম্যান্সের ছোঁয়া।
দ্বিতীয় বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি খুবই রোম্যান্টিক মানুষ। ভালোবাসায় বিশ্বাস করি। ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলে দেবে।”
অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কের সমাপ্তির পর থেকে মালাইকা ও হর্ষ মেহতার ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, অভিনেত্রী এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

































