জামায়াত ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে - মোহাম্মদ কামাল হোসেন
Published : ১৯:২২, ৮ ডিসেম্বর ২০২৫
ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, ‘‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে”।
তিনি বলেন, একদলীয় কিংবা এক ব্যক্তির শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে।
নতুন বাংলাদেশে আর কোনো একক ব্যক্তির বা একক দলের শাসন ব্যবস্থা হতে দেওয়া যায় না। জবাবদিহিতা মূলক সরকারের জন্য জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। জামায়াতে ইসলামী জবাবদিহি মূলক সরকার ব্যবস্থা চালু করতে চায়। যেখানে প্রত্যেক এমপি তার জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য থাকবে।
সোমবার (০৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকা-৫ সংসদীয় আসনের জনতার মতামত সংগ্রহ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, জুলাই বিপ্লব ছিল অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে। ন্যায়, ইনসাফ ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র-জনতা ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে মুক্ত করেছে। কিন্তু পতিত আওয়ামী লীগের ভূমিকায় আরেকটি দলেল আবির্ভাব হয়েছে। ৫ আগস্ট পরবর্তী তাদের দলীয় নেতাকর্মীদের সন্ত্রাসী-চাঁদাবাজিতে জাতি অতিষ্ঠ।
তারা চাঁদার টাকা ভাগবাটোয়ার দ্বন্দ্বে নিজেরা নিজেদের ২ শতাধিক নেতাকর্মীকে খুন করেছে। যাদের কাছে নিজ দলের নেতাকর্মী নিরাপদ নয় তাদের কাছে দেশ ও জাতি কখনো নিরাপদ হতে পারে না। এরা ক্ষমতায় গেলে জনগণকে শোষণ করবে, জনগণের ওপর জুলুম করবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের সেবা করবে, জনগণের কাছে সরকার জবাবদিহিতায় বাধ্য থাকবে।
আগামীতে ঢাকা-৫ আসনের জনগণ যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে নির্বাচিত করে তবে এই এলাকার মানুষের র্দীঘদিনের ভোগান্তি গ্যাস সংকট সমস্যা নিরসন করে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হবে। ঢাকা-৫ সংসদীয় এলাকার চিত্র দেখলে মনে হয় স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছর এই আসনে কোনো এমপি ছিলেন না। যার কারণে এই আসনের কোনো এলাকায় কোনো উন্নয়ন হয়নি।
এখানকার এলাকা গুলোকে দেখে মানুষ রাজধানীর এলাকা বলতে পারবে না। দেখে মনে হয় এটি প্রত্যন্ত অঞ্চল। আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ঢাকা-৫ সংসদীয় এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। আধুনিক উন্নত শহর হিসেবে ঢাকা-৫ এলাকাকে গড়ে তুলতে তিনি স্থানীয় জনসাধারণকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানা আমীর ও ঢাকা-৫ আসন কমিটির সহকারী পরিচালক শাহজাহান খানের সভাপতিত্বে এবং ডেমরা মধ্য থানা আমীর ও আসন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলীর পরিচালনায় ডেমরা স্টাফ কোয়াটারে অনুষ্ঠিত জনগণের মতামত সংগ্রহ ক্যাম্পেইনের উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগরীর মজলিসে শুরা সদস্য আতিকুর রহমান ও মাওলনা জুনাইদ আহমেদ। এসময় ঢাকা-৫ সংসদীয় এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে সকালে ডেমরা স্টাফ কোয়াটার এবং বিকেলে সারুলিয়া বাজারে স্থানীয় জনসাধারণের মতামত সংগ্রহ ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে।
২য় দিনে (মঙ্গলবার) সকালে তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসায় ও বিকেলে কোনাপাড়ায় এবং ৩য় দিনে (বুধবার) সকালে যাত্রাবাড়ী ও বিকেলে শনিরআখড়ায় স্থানীয় জনসাধারণের মতামত সংগ্রহ ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে। উল্লেখ্য জনগণের মতামতের ভিত্তিতে ঢাকা-৫ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।
বিডি/এএন































