গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ভেসে আসা একটি নৌকা থেকে অন্তত ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, শনিবার (৬ ডিসেম্বর) ক্রিটের দক্ষিণ–পশ্চিমে প্রায় ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিমি) দূরে এসব মরদেহ পাওয়া যায়। একই স্থানে দুজন জীবিত ব্যক্তিকেও উদ্ধার করা হয়। গ্রিক কোস্টগার্ডের এক নারী মুখপাত্র জানান, উদ্ধার হওয়া সব মরদেহই পুরুষদের।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া দুজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নৌকাটি ডুবে যাওয়ার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
অ্যাথেন্স নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইআরটি জানায়, নৌযানটির ভেতর থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, যা এই দুর্ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট করে।
গত এক বছরে লিবিয়া থেকে ইউরোপে পৌঁছানোর বিকল্প রুট হিসেবে অভিবাসীদের কাছে ক্রিট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ১৬,৭৭০ জন আশ্রয়প্রার্থী ক্রিটে পৌঁছেছেন।
এদিকে, গত জুলাইয়ে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের নেতৃত্বাধীন গ্রিসের রক্ষণশীল সরকার লিবিয়া থেকে আগত অভিবাসীদের আশ্রয় শুনানির প্রক্রিয়া স্থগিত করে। ফলে অনেক অভিবাসীর জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতন ও মৃত্যুর পর থেকেই লিবিয়া রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতায় ভুগছে, যার প্রভাব এখনো ভূমধ্যসাগর পাড়ি দেওয়া মানুষের জীবনে পড়ছে।
































