ব্রাজিলের সুপারস্টার নেইমার সান্তোসের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মৌসুম শেষ করেছেন। ক্রুজেইরোর বিরুদ্ধে ৩-০ গোলের জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।
টানা তিন ম্যাচ জয়ের মাধ্যমে সান্তোস অবনমনের শঙ্কা থেকে মুক্ত হলেও, ম্যাচ শেষে নেইমার একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
দীর্ঘদিন ধরে হাঁটুর চোটের কারণে এবার অস্ত্রোপচারে যাওয়ার প্রয়োজন হবে তার। মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামার আগে সান্তোসের হয়ে ১৫০তম ম্যাচ সম্পন্ন করায় তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
স্ত্রী ও সন্তানসহ পরিবারের উপস্থিতিতে তিনি স্মারক গ্রহণ করেন এবং এরপর প্লেমেকার হিসেবে মাঠে নেমে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হাঁটুর ব্যথা সত্ত্বেও শেষ তিন ম্যাচে দলকে এগিয়ে নিয়ে গেছেন তিনি।
নেইমার জানিয়েছেন, শেষ কয়েক সপ্তাহ ছিল খুবই চ্যালেঞ্জিং। তিনি তার মোটিভেশন ও সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং এখন বিশ্রাম নেওয়ার প্রয়োজন।
এরপর হাঁটুর অস্ত্রোপচার করাবেন। চোটের প্রকৃতি বা অস্ত্রোপচারের ধরন এখনও জানা যায়নি, তবে বিশ্বকাপের মাত্র ছয় মাস আগে এই সার্জারি নেইমারের বিশ্বকাপ অংশগ্রহণকে বড় ধরণের প্রশ্নের মুখে ফেলেছে।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নেইমারের জন্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যে জানিয়েছেন, পুরো ফিট না হলে তাকে দলে রাখা হবে না। ফুটবলপ্রেমীরা এখন নেইমারের অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়ার ওপর নজর রাখছে, যা তার ভবিষ্যৎ কেরিয়ারের ওপর বড় প্রভাব ফেলতে পারে।
































