জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫ অর্জন করল রিবানা
Published : ১৩:৫৫, ৮ ডিসেম্বর ২০২৫
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) আয়োজিত জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫-এ বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (পুরুষ) ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে দেশীয় স্কিনকেয়ার ব্র্যান্ড রিবানা।
প্রাকৃতিক উপাদাননির্ভর পণ্য উৎপাদন, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ব্র্যান্ডের অবস্থান শক্তিশালী করার অবদানের ভিত্তিতে রিবানাকে এ বছরের পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে রিবানা দেশীয় বাজারের পাশাপাশি বৈশ্বিক বাজারেও নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। বর্তমানে ব্র্যান্ডটির পণ্য অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও দুবাইতে Amazon-এর মাধ্যমে বিক্রি হচ্ছে। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে Ribana Corporation নামে অফিসিয়াল রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং শিগগিরই সেখানে রিবানার প্রথম রিটেইল স্টোর উদ্বোধন হতে যাচ্ছে।
রিবানা কর্তৃপক্ষ জানায়, এ অর্জন মূলত গ্রাহকদের আস্থা, সমর্থন এবং দীর্ঘদিনের ভালোবাসার ফল।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের জন্যই আজকের এই জায়গায় পৌঁছানো। রিবানার পাশে থাকার জন্য এবং ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ।”
বিডি/এএন


































