চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেই বিশেষ উড়োজাহাজটি আগামী মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সোমবার সকালে ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
তবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়া আদৌ লন্ডনে যেতে পারবেন কি না—তা সম্পূর্ণ নির্ভর করছে তাঁর বর্তমান শারীরিক অবস্থার ওপর। গত শনিবার তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেনও একই কথা জানান, বলেন যে, বাইরে নেওয়া যাবে কি না, তার সিদ্ধান্ত নেওয়া হবে রোগীর অবস্থার স্থিতিশীলতার ওপর ভিত্তি করে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় এখনও উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যায়নি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সত্ত্বেও তাঁর প্রধান স্বাস্থ্য সমস্যাগুলো এখনো নিয়ন্ত্রণে আসছে না।
মেডিকেল বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা জানাচ্ছেন, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুস–সংক্রান্ত জটিলতা একেক সময় একেকভাবে বাড়ছে-কমছে। পরিস্থিতির অনিশ্চয়তার কারণে গত কয়েক দিন ধরে তাঁকে সম্পূর্ণভাবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে, যাতে হঠাৎ কোনো শারীরিক জটিলতা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
































