আবুল খায়ের স্টীলের অনুষ্ঠান ‘AKS-একসাথে আগামীর পথে’

আবুল খায়ের স্টীলের অনুষ্ঠান ‘AKS-একসাথে আগামীর পথে’ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫৫, ৮ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন স্টীল উৎপাদনকারী প্রতিষ্ঠান, আবুল খায়ের স্টীল (AKS) সকল কর্মীদের নিয়ে "AKS-একসাথে আগামীর পথে" শীর্ষক অনুষ্ঠান সফলভাবে উদযাপন করেছে।

দিনব্যাপী উৎসবমুখর এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিটি স্থান থেকে আবুল খায়ের স্টীল এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সূচনা বক্তৃতা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। নামাজের ও খাবারের বিরতির পর, AKS এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সকলের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

দেশের সবচেয়ে শক্তিশালী রড AKS TMT B700C-R , বিশ্বের দ্রুততম রোলিং মিল এবং AKS ও কাউ ব্র্যান্ড কালার কোটেড স্টীল-এর মর্যাদাপূর্ণ সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জনসহ কোম্পানির উল্লেখযোগ্য মাইলফলকগুলো প্রতিফলন করা হয়।

সন্ধ্যায় একটি আকর্ষণীয় র‍্যাফেল-ড্র পর্বের পাশাপাশি একটি প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্যে কিংবদন্তি গায়ক জেমস-এর পরিবেশনা এবং একটি মনোমুগ্ধকর লেজার শো অন্তর্ভুক্ত ছিল।

সমাপনী ভাষণ, রাতের খাবার এবং একটি আনন্দময় ডিজে সেশন উদযাপনটিকে প্রাণবন্ত রাখে, এবং AKS পরিবারের প্রতিটি সদস্যকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন সুত্রে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement