ডিইউজের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শহিদুল ও খুরশীদ পুনর্নির্বাচিত: নতুন কমিটি ঘোষণা

ডিইউজের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শহিদুল ও খুরশীদ পুনর্নির্বাচিত: নতুন কমিটি ঘোষণা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৯, ৮ ডিসেম্বর ২০২৫

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর নেতৃত্বে আবারও আস্থা রেখেছেন সদস্যরা। সভাপতি পদে মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে খুরশীদ আলম নতুন মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁদের নেতৃত্বে বর্তমান পূর্ণাঙ্গ কমিটিই আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত অনুমোদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করতে নতুন মেয়াদের কমিটি ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

কমিটির অন্যান্য পদেও দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ও সক্রিয় নেতারা। সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রফিক মুহাম্মদ, খন্দকার হাসনাত করিম এবং রাশেদুল হক।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. দিদারুল আলম। কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন খন্দকার আলমগীর হোসাইন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাঈদ খান, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক এবং দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ।

নির্বাহী পরিষদে দায়িত্ব পেয়েছেন—আমীর হামযা চৌধুরী, মো. নিজাম উদ্দিন, রাজু আহমেদ, এম মোশাররফ হোসাইন, তালুকদার এ এইচ এম নুরুল মোমেন (তালুকদার রুমী), মুহাম্মদ আনোয়ারুল হক (গাযী আনোয়ার), মো. আবদুল্লাহ মজুমদার এবং ফখরুল ইসলাম।

সাধারণ সভার উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন পুনর্নির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম। কর্ম অধিবেশন পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার। দুই অধিবেশনেই সাংবাদিকতা অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কদের গণি চৌধুরী, জাতীয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ডিইউজের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই সিকদার, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন ও জাহাঙ্গীর আলম প্রধান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনসহ আরও অনেকে।

সভার বক্তারা সাংবাদিকদের ঐক্য, পেশাগত নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement