ধর্মকে রাজনীতির হাতিয়ার বানাতে চায় না বিএনপি

ধর্মকে রাজনীতির হাতিয়ার বানাতে চায় না বিএনপি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০০, ৮ ডিসেম্বর ২০২৫

বিএনপি মানুষের ভোট চায়, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না—এ মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনে তিনি এ বক্তব্য দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বিনা কষ্টে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তারা আগে বাসস্টেশন কোথায় সেটি ঠিকমতো দেখে নিক। ইহজীবনে কীভাবে চলবে—এ নিয়ে তাদের কোনো সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি নেই, শুধু আবেগের কথা বললেই দায়িত্ব শেষ ভেবে নেয়।

তিনি আরও বলেন, বিএনপি মানুষের কাছে ভোট চায় দেশের কল্যাণের লক্ষ্যে। ধর্মকে ব্যবহার করে মানুষের আবেগকে প্রভাবিত করার চেষ্টা করে না বিএনপি। জনগণ ভোট দিলে তাদের প্রয়োজন ও প্রত্যাশা পূরণ করাই দলের মূল প্রতিশ্রুতি।

অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল বেহেশত-জান্নাতের কথা বলে জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে।

ভোটের রাজনীতিতে এমন কথাবার্তা নতুন নয়, তবে এতে মানুষ বিভ্রান্ত হয়। রিজভীর অভিযোগ—জামায়াতে ইসলাম ধর্মকে পুঁজি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে, যা প্রকৃত অর্থেই ধর্মের নামে ব্যবসা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement