রিটার্ন দাখিলের সময় বাড়ল: সব শেষ যা জানা গেল

রিটার্ন দাখিলের সময় বাড়ল: সব শেষ যা জানা গেল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪১, ৮ ডিসেম্বর ২০২৫

করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে এবার ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন এখন ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত জমা দেওয়া যাবে, যেখানে পূর্বনির্ধারিত শেষ সময় ছিল ৩০ নভেম্বর।

এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত জটিলতার কারণে কেউ অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে, তাঁরা ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যুক্তিসঙ্গত ব্যাখ্যাসহ আবেদন করতে পারবেন—এমন নির্দেশনাও জানিয়েছে এনবিআর।

চলতি করবর্ষে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তি, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে বসবাসকারী বাংলাদেশি, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য এই বাধ্যবাধকতা শিথিল রাখা হয়েছে। তারা চাইলে প্রচলিত নিয়মে বা ই-রিটার্ন—উভয়ভাবেই রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর জানিয়েছে, এখন অনলাইনে কোনও নথি বা দলিল আপলোড ছাড়াই রিটার্ন দাখিলের সুবিধা রয়েছে। ব্যাংকের বিভিন্ন সেবা বা মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস ব্যবহার করে কর পরিশোধ করলে করদাতারা সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের স্বীকৃতি পেয়েও যাচ্ছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement