১৯৮৮ সালে আমার মার্কা ছিল সাইকেল: মির্জা ফখরুল

১৯৮৮ সালে আমার মার্কা ছিল সাইকেল: মির্জা ফখরুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৫৬, ৮ ডিসেম্বর ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রজীবনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্বাধীনতার পর দেশের রাজনৈতিক পরিমণ্ডলে তার ভূমিকার স্মৃতি ফিরিয়ে এনেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি সাম্প্রতিক পোস্টে।

সেখানে তিনি জানান, খুব অল্প বয়স থেকেই তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন এবং সময়ের গুরুত্বপূর্ণ আন্দোলনগুলোতে সরাসরি অংশ নিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন যে, ছাত্ররাজনীতি থেকেই তার যাত্রা শুরু। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় তিনি সরাসরি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

যদিও তার পরিবার রাজনৈতিকভাবে পরিচিত ছিল, তবুও নিজের যোগ্যতা ও পরিশ্রমে নিজের অবস্থান তৈরি করতে চেয়েছিলেন তিনি। স্বাধীনতার পরেও তিনি একেবারে তৃণমূল পর্যায় থেকে কাজ শুরু করেন—এ কথাও তুলে ধরেন তিনি।

তার লেখায় উঠে আসে ঠাকুরগাঁওয়ের এক পুরোনো স্মৃতির কথাও। তিনি জানান, স্থানীয় ব্যক্তি ওয়াহিদের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট তার স্মৃতিকে নাড়া দিয়েছে।

ওয়াহিদ তখন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ফখরুল স্মরণ করেন, সরকারি চাকরি ছেড়ে ঠাকুরগাঁও পৌরসভার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে তিনি পৌরসভা নির্বাচনে অংশ নেন। স্থানীয় উন্নয়ন ও মানুষের সেবার লক্ষ্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সবার ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হন।

পোস্টের শেষ অংশে এসে বিএনপি মহাসচিব পুরোনো একটি বিশেষ তথ্যও মনে করিয়ে দেন—১৯৮৮ সালের পৌরসভা নির্বাচনে তার প্রতীক ছিল সাইকেল। তিনি ওয়াহিদকে ধন্যবাদ জানান সেই দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement